গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮৬ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯ জনে।
মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪০৩ জন।