• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
স্পীকারের সাথে ইউএনওডিসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৫ অক্টোবর ২০২১

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম-এর প্রতিনিধি জিএলও প্রধান এইমে কমরি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা মানব পাচারের বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, মানব পাচার রোধে আঞ্চলিক সহযোগিতা ও সংসদ সদস্যদের করণীয় প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, মানব পাচার রোধে প্রয়োজন অনুযায়ী আইন, কর্মক্ষমদের সক্ষমতা বৃদ্ধি, অধিকতর প্রশিক্ষণ ও গবেষণা জরুরি। এসময় সংসদ সদস্যদের মাধ্যমে মানবপাচার রোধে সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন স্পীকার।

ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম-এর প্রতিনিধিদল জানান, ২০০৩ সাল থেকে মানব পাচার রোধে করণীয় সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। বাংলাদেশসহ অন্যান্য দেশে মানবপাচার রোধে সংসদীয় ককাস ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রতিনিধিদল।

এসময় জিএলও সহায়তা কর্মকর্তা গিউলিয়া লভিনো, জাতীয় প্রকল্প সমন্বয়কারী মাহদি হাসান ও রিফাত জাবিন খান এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।