সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এর মৃত্যুতে সংসদ উপনেতার শোক প্রকাশ
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
হাবিবুর রহমান মোল্লা আজ বুধবার (৬ মে) সকাল সাড়ে নয় টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সৈয়দা সাজেদা চৌধুরী মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।