শফিকুল খান জনি,নগরকান্দা, ফরিদপুর :-
ফরিদপুরের নগরকান্দায় নিজের বাগানের কুল বরই চুরি করায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন খবির মাতুব্বর ( ৫৫ )।
এজাহার সূত্রে জানাগেছে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় আঃ রশীদ মাতুব্বরের পুত্র খবির মাতুব্বর তার নিজের কুল বরই বাগান দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন শেখ এলাহি, কালাম শেখ, মামুন শেখ, মুরালি শেখ, শেখ কলম, শেখ আল আমিন, শেখ আক্কাছ আলী, রত্তন শেখ গংরা সকলে মিলে আগে থেকে পরিকল্পনা করে অর্তকিতভাবে খবির মাতুব্বরের উপর দেশীয় অস্ত্র দিয়ে শরীরের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করতে থাকলে খবির মাতুব্বর গুরুতর আহত হলে তখন তার চিৎকার শুনে এলাকার লোকজন খবিরকে গুরুতর অবস্থায় নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবির মাতুব্বরের পিতা রশিদ মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।