বোয়ালমারীতে ইউএনও,র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
বোয়ালমারী- আলফাডাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিতঃ 4 বছর আগে
348 বার দেখা হয়েছে
০
ছবি প্রতিকী
বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক ছাত্রী। সে বোয়ালমারী জর্জ একাডেমীর দশম শ্রেণীর শিক্ষার্থী। এ সময় বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এ মর্মে মুচলেকা নেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ঝোটন চন্দ। আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বোয়ালমারী পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের ভাড়া বাসায় থাকেন মিলন মিয়া। তাঁর মেয়ে ইতি পারভীনের (১৫) সাথে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আছাদ শেখের ছেলে নুর আলমের (১৮) বিয়ের দিন ধার্য ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ খবরে বর পক্ষ বিয়ে করতে না আসায় কনের বাবাকে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।