• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ঢাকামুখী মানুষের ঢল 

করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অথচ এরইমধ্যে হঠাৎ বদলে গেছে বাংলাদেশের চেহারা। গণপরিহন ছাড়া বলতে গেলে সব ধরণের যানবাহন রাস্তায় বের হয়েছে। সচল হয়েছে আরিচা ফেরিঘাট। শত শত মানুষ গাদাগাদি করে ঢাকামুখী হচ্ছেন।

এদিকে ১০ই মে থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। অথচ তার আগেই যেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। কাঁচাবাজার থেকে শুধু করে ইতোমধ্যে অনেক দোকানপাট চালু হয়ে গেছে। বেশ কিছু মার্কেটের সামনে ভিড় বেড়েছে। চেনা রাজধানী এক মাস অচেনা হয়ে পড়েছিল। ছিল না কোন যানজট। সোমবার বিকেল থেকে রাস্তায় যানজট বেড়েছে।
এমন অবস্থার মধ্যে দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সারাদেশে শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী থেকে শুরু করে অনেক কর্মকর্তা করোনার বিরুদ্ধে যুদ্ধ করছেন। এই সময়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বেশী।

সর্বশেষ তথ্য অনুযায়ী সারাদেশে ১১৯০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকাতেই ৫৭৬ জন। মারা গেছেন ৬ জন। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন প্রায় ১২০০ জন। এর মধ্যে চিকিৎসক ৫৭৪ জন। মারা গেছেন ২ জন।

এসবের মধ্যেই শর্ত সাপেক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) জোহর থেকে দেশের সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ ওয়াক্ত ও তারাবিহ অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুসারে চলতি মাসের ১০ তারিখ থেকে শপিংমল-দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্তের পরপরই মসজিদগুলোতে নামাজ পড়ার সুযোগ করে দেয়ার জন্য সারাদেশের মুসল্লিদের দাবি ওঠে। এজন্য দেশের শীর্ষ আলেম ওলামারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ম মন্ত্রণালয় বিশেষ শর্তসাপেক্ষে আগামীকাল থেকে মুসল্লিদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি প্রদান করতে যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।