• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
সমবায়ের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব  – সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ২১ কার্তিক (৬ নভেম্বর) :

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন, তার বাস্তবভিত্তিক প্রয়োগের মাধ্যমে কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব।

মন্ত্রী আজ ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের সাথে সমবায় গভীরভাবে সম্পৃক্ত। মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক সমাজ গঠনে বঙ্গবন্ধু স্বাধীনতার পর কাজ শুরু করেছিলেন, যেখানে সমবায় ছিল অর্থনীতির অন্যতম ভিত্তি। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ২১ বছরে কোন সরকার সমবায়ের ধারাকে সমুন্নত রাখতে সক্ষম হয়নি।

তিনি আরো বলেন, ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়কে বেগবান করেন। বঙ্গবন্ধুর সমবায়ভিত্তিক অর্থনৈতিক চেতনাকে ধারণ করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য সমবায়ীদের আহ্বান জানান মন্ত্রী ।

জেলা প্রশাসক মোঃ আবু জাফরের সভাপতিত্বে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ও জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।