• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
দিনাজপুরে ৫ম মাষ্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্ট

শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাাজপুর  ৫ম মাষ্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে আনন্দ সাগর ব্লাষ্ট চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে উংসবমুখর পরিবেশে  শেষ হলো ফাইনাল খেলা।

গতবারের চ্যাম্পিয়ন সুখসাগর ওয়ারির্সকে ৮ ইউকেটের ব্যবধানে হারিয়ে আনন্দ সাগর ব্লাষ্ট  চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ৩০ বলে ৬০ রান করার সুবাদে আনন্দ সাগর ব্লাষ্টের মুরাদ ম্যান অব দি ম্যাচের পুরুস্কার পায়।

খেলা শেষে জেলা প্রশাসক মাহমুদুল আলম চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি প্রদান করেন। এ ছাড়া  দুই দলকে প্রাইজমানি দেওয়া হয়।

রোববার দিনাজপুর বড়মাঠে   ৫ম মাষ্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় টসে জিতে সুখসাগর ওয়ারির্স ব্যাটিং নেয় নির্ধারীত ২০ ওভারে ৭ ইউকেটে ১৫২ রান করে। অপু দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করে। ১৫২ রানের টার্গেট নিয়ে আনন্দ সাগর ব্লাষ্ট   ব্যাটিংয়ে  নেমে মাত্র ২ ইউকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করতে সমর্থ হয় । সর্বোচ্চ রান করার জন্য আনন্দ সাগর ব্লাষ্টের মুরাদ ম্যান অব দি ম্যাচ এবং বেষ্ট পারমস করায় ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন আনন্দ সাগরের ইডেন।

এর আগে প্রবীনদের নিয়ে গড়া  লিজেন্ড যমুনা হান্টার  ও পদ্মা ফাইটারস এর মধ্যে প্রীতি ম্যাচ  অনুষ্ঠিত হয়।

সাবেক ক্রিকেটারদের  নিয়ে ৫ম মাষ্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।