• ঢাকা
  • রবিবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
মত প্রকাশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর তথ্য সচিবের গুরুত্বারোপ

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) : 

মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হলেও মত প্রকাশের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যসচিব খাজা মিয়া।

আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এ আহ্বান জানান।
তথ্যসচিব বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তারা যাতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য তথ্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বিশ্বায়নের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কাজ করার সক্ষমতা জনসংযোগ কর্মকর্তাদের অর্জন করতে হবে।

তথ্যসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক গুজব মোকাবিলায় তথ্য অধিদফতরকে সক্ষমতা অর্জন করতে হবে। গণমাধ্যমকে সরকারের বন্ধু উল্লেখ করে তথ্যসচিব এ সময় সঠিক তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া বক্তৃতা করেন। অধিদফতরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#মাসুম/ফারহানা/মোশারফ/রেজাউল/২০২০/১৮০৮ ঘণ্টা

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।