বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রাশিয়ার ভ্যাকসিন
করোনার ভ্যাকসিন আবিস্কার করা নিয়ে বিশ্বের শক্তিশালী দেশগুলো উঠে পড়ে লেগেছে। রাশিয়াও এ তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। দেশটির সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাকসিনস জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে তাদের উদ্ভাবিত প্রতিষেধক বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাবনাময় ভ্যাকসিনের তালিকায় রেখেছে। রুশ বার্তা সংস্থা তাস মঙ্গলবার এ তথ্য জানায়।
করোনাভাইরাস প্রতিরোধে ডব্লিউএইচওর সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় এটিই একমাত্র রাশিয়ান ভ্যাকসিন। সার্স-কোভ-২ এর একটি প্রোটিনের সাহায্যে ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার ফেডারেল মেডিক্যাল বায়োলজিক্যাল এজেন্সির সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাকসিনস।
এ ভ্যাকসিনটি প্রাণীর ওপর পরীক্ষা করে দেখা গেছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশেষ এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এটি। এর আগেও এ পদ্ধতিতে বিভিন্ন প্রতিষেধক তৈরি করা হয়েছে।
এতে সার্স-কোভ-২ এর বিরুদ্ধে নিরাপদ ও কার্যকর একটি প্রতিষেধক তৈরির সম্ভাবনা তৈরি হলো বলে জানায় সংস্থাটি। এটি কার্যকর ভূমিকা রাখলে ব্যাপকভাবে উৎপাদনের ব্যবস্থা করা হবে।