• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রাশিয়ার ভ্যাকসিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রাশিয়ার ভ্যাকসিন

করোনার ভ্যাকসিন আবিস্কার করা নিয়ে বিশ্বের শক্তিশালী দেশগুলো উঠে পড়ে লেগেছে। রাশিয়াও এ তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। দেশটির সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাকসিনস জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে তাদের উদ্ভাবিত প্রতিষেধক বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাবনাময় ভ্যাকসিনের তালিকায় রেখেছে। রুশ বার্তা সংস্থা তাস মঙ্গলবার এ তথ্য জানায়।

করোনাভাইরাস প্রতিরোধে ডব্লিউএইচওর সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় এটিই একমাত্র রাশিয়ান ভ্যাকসিন। সার্স-কোভ-২ এর একটি প্রোটিনের সাহায্যে ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার ফেডারেল মেডিক্যাল বায়োলজিক্যাল এজেন্সির সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাকসিনস।

এ ভ্যাকসিনটি প্রাণীর ওপর পরীক্ষা করে দেখা গেছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশেষ এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এটি। এর আগেও এ পদ্ধতিতে বিভিন্ন প্রতিষেধক তৈরি করা হয়েছে।

এতে সার্স-কোভ-২ এর বিরুদ্ধে নিরাপদ ও কার্যকর একটি প্রতিষেধক তৈরির সম্ভাবনা তৈরি হলো বলে জানায় সংস্থাটি। এটি কার্যকর ভূমিকা রাখলে ব্যাপকভাবে উৎপাদনের ব্যবস্থা করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।