র্যাব-৮, সিপিসি১,( পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক পটুয়াখালী থেকে ওয়ারেন্টভুক্ত ১( এক) আসামি গ্রেপ্তার
র্যাব-৮, সিপিসি১,( পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক পটুয়াখালী থেকে ওয়ারেন্টভুক্ত ১( এক) আসামি গ্রেপ্তার
র্যাব-৮, সিপিসি ১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে
অদ্য ০৮ মার্চ ২০২০ ইং তারিখ আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর ধানাধীন আউলিয়াপুর ইউনিয়নের শরীফবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে
জিআর ৫১৪/১৭ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মনির হাওলাদার (৩৮), পিতাঃ লাল শরীফ,সাং বাদুরা,থানা ঃ সদর,জেলা পটুয়াখালীকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীকে পটুয়াখালী সদর থানাতে হস্তান্তর করা হয়েছে।