ভাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
মোঃ রমজান শিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৮/৫/২২ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামে রোববার সকালে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান জানায়, আমরা জানতে পারি রেজাউল শেখ এর অষ্টম শ্রেণীর পড়ুয়া মেয়েকে বিবাহ দিচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় বিবাহ বন্ধ করে দেই । একই সাথে স্কুলছাত্রীকে হামিদীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন ও স্থানীয় ইউ পি সদস্যর জিম্বায় রাখা হয়। এসময় মেয়েটির পিতা মেয়েকে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি মেয়েকে বিয়ে দিবে না এই মর্মে অঙ্গিকার নামা দেয়।