• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
যুক্তরাজ্য আগামী মাসে করোনার টিকা পেতে পারে

ছবি প্রতিকী

আগামী মাসেই সম্ভবত করোনার টিকা পেতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) আগামী মাসের প্রথম দিকে এই টিকা সরবরাহ করতে পারে। টিকা দেওয়ার জন্য ক্রিসমাসের আগেই পাঁচটি বড় টিকাদান কেন্দ্র ইতোমধ্যে কাজে নামার পরিকল্পনা করছে।

ন্যাশনাল হেলথ সার্ভিসের ফাঁস হওয়া অন্তর্বর্তী প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্যজুড়ে পাঁচটি এলাকায় এনএইচএসের কয়েকশ কর্মী পাঠানো হবে। তারা প্রতিদিন হাজার হাজার লোককে টিকা দেবে।

করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ যারা তাদেরকেই প্রথম টিকা নেওয়ার জন্য ডাকা হবে। প্রশিক্ষিত নার্স ও প্যারামেডিকসদের মাধ্যমে লিডস, হাল ও লন্ডনের কেন্দ্রগুলোতে পাঠানো হবে।

পাঁচটি কেন্দ্র ছাড়া চিকিৎসক ও ফার্মাসিস্টদের গণটিকা দান কর্মসূচিতে সহায়তার নির্দেশ দেওয়া হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা ও কেয়ার হোমগুলোতে মোবাইল ইউনিট পাঠানো হবে।

এর আগে, করোনার টিকা বিতরণের জন্য সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হতে পারে বলে জানিয়েছিলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।