• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
মধুখালীতে কাঁচা মরিচের দাম চড়া প্রতি কেজি পাইকারি ২০০ থেকে ২১০ টাকা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। উপজেলার হাটবাজারে কয়েক দিনের ব্যবধানে প্রতি মণ মরিচের পাইকারি দাম ৩ হাজার ৫০০ থেকে বেড়েছে।

প্রতি মণ মরিচের দাম ৮ হাজার টাকা থেকে ৮ হাজার ৫০০ টাকা দরে ব্যাপারীরা কিনছেন। এতে মরিচের পাইকারি প্রতি কেজি ২১০ টাকা এবং খুচরা বাজারে এ মরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে।

চাহিদার তুলনায় মরিচ সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে বলে মত অনেকের। মধুখালী মরিচ বাজারের আড়তদার মো. আব্দুর নূর ও মাহফুজ মোল্যা জানান, গত দুই দিন কাঁচা মরিচের প্রতি মণ কিনেছি ৬ হাজার থেকে ৭ হাজার টাকায় ।
মঙ্গলবার সেই মরিচের দাম বেড়ে ৮ হাজার ৪০০ টাকায় কিনতে হচ্ছে। মধুখালীর মরিচবাজার আড়তে থেকে ঢাকা, খুলনা, সাতক্ষীরা, যশোরের মনিরামপুরসহ বেশ কয়েকটি এলাকার ব্যাপারীরা আসেন মরিচ কিনতে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, মধুখালী উপজেলার মাটি মরিচ চাষের জন্য উপযোগী। এ মৌসুমে মরিচের ফলন ভালো এবং দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।