ফরিদপুরে পান্না গ্রুপের ডিলার সম্মেলন অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২০ শুক্রবার
দেশের ব্যাটারী উৎপাদনকারী অন্যতম শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপের উদ্যোগে এক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৯ অক্টোবর) জেলার মধুখালী উপজেলার পরিক্ষীতপুর গ্রামে আলতু খান জুট মিল চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে ফরিদপুর, যশোর ও বরিশাল ডিপোর সাড়ে সাতশ’ ডিলার অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের মার্কেটিং এন্ড সেলস ডিরেক্টর এস এম ফারুক, চীফ অপারেটিং অফিসার সাজেদুর রহমান প্রমুখ।
সম্মেলনে বক্তাগণ দেশের অর্থনীতিতে পান্না গ্রুপের অবদান তুলে ধরে বলেন, দেশের স্বার্থেই দেশের শিল্প প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে। বর্তমানে পান্না গ্রুপের উৎপাদিত ব্যাটারী দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের ৩৯টি দেশে রফতানি হচ্ছে বলেও তারা জানান।