নিউইয়র্কে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এই মূহুর্তে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশী। গত বৃহস্পতিবার নতুন ১০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত করার ফলে নিউইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৯৩৭। শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার পর্যন্ত (০৯ এপ্রিল) দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬২ হাজার এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫শ’ জনের। এরপর সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছেন স্পেন (১ লাখ ৫৩ হাজার) এবং ইতালিতে (১ লাখ ৪৩ হাজার)। সবচেয়ে বেশি রোগী নিউইয়র্ক অঙ্গরাজ্যে থাকলেও মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে যথাক্রমে ইতালি (১৮ হাজার) এবং স্পেন (১৫ হাজার ৫শ’)। নিউইয়র্কে মারা গেছেন ৭ হাজার জন, যা চীনের চেয়ে বেশি। চীনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩শ’ জনের। ভাইরাসটির উৎসস্থল চীনে শনাক্ত হয়েছেন ৮২ হাজার জন। বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৬ লাখ এবং এ রোগে মারা গেছেন ৯৫ হাজার মানুষ।