• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২ তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ অক্টোবর, ২০২১:
একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২ তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী’র সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং মোঃ জাহিদুর রহমান অংশগ্রহণ করেন।
কমিটি বিগত ৫১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে।
বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট (বর্তমানে স্বাস্থ্য অডিট) অধিদপ্তর কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক বাস্তবায়িত স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচী এর ২০১৫-২০১৬ অর্থ বছরের এমএসআর ও পূর্ত কাজের ক্রম ব্যবস্থা সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১৬-২০১৭ এ অন্তর্ভুক্ত বিভিন্ন অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত প্রস্তুতিমূলক কর্মকান্ড সম্পন্ন পূর্বক সিএজি কার্যালয় কর্তৃক প্রমানক সন্তোষজনক হিসেবে গ্রহণ সাপেক্ষে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।
অডিট আপত্তি এর অনুচ্ছেদ নং-১০ এ বর্ণিত “মেডিকেল কলেজের জন্য ক্রয়কৃত ১৪ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকার মালামাল হাসপাতালে বিতরণ করা এবং উক্ত মালামাল স্থাপন ও কার্যকর করা ব্যতিত সরবরাহকারীকে চুড়ান্ত পরিশোধ” সংক্রান্ত বিষয়ে সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির তিন জন সদস্য সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট প্রদান করবেন মর্মে কমিটিতে সিদ্ধান্ত গৃহিত হয়।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাস্থ্য সেবা বিভাগ, সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডেপুটি মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।