• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
দিনাজপুরে বিএসএফের ছোঁড়া ককটেলে এক যুবক আহত

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তের গোবিন্দপুর এলাকায় ২৮৯/৪৮/৪৯ সাব পিলারের মাঝা মাঝি স্থানে বিএসএফের ছোঁড়া ককটেলে  এক যুবক আহত হয়েছে। আহত বাংলাদেশি যুবক কাজল ইসলাম উপজেলার গোবিন্দপুর এলাকার ফারুক হোসেনের ছেলে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বসবাসরত মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সাথে বৈঠক করেছে বিজিবি।

বুধবার দুপুরে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের সদস্যরা এক ভারতীয় নাগরিককে ধরতে তাকে ধাওয়া করে সীমান্তের শুন্যরেখার কাছে চলে আসে। এসময় বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিককে আটক করতে না পেরে তার উপর ককটেল নিক্ষেপ করে দ্রুত ফিরে যায়। এসময় ককটেলের আঘাতে সেখানে থাকা কাজল নামের এক বাংলাদেশি যুবক আহত হন। বিএসএফের ছোড়া ককটেলের আঘাতে কাজলের চোঁখ, বুক ও মুখে আঘাত পায়।

এসময় স্থানীয়রা আহত অবস্থায় কাজলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।