ফরিদপুর বাখুন্ডা সূফী দরবার শরীফের বাৎসরিক ওরস শুরু
প্রখ্যাত সূফী সম্রাট খাজা শাহ সূফী মিনাজউদ্দিন আল চিশতী নিজামী (রঃ) ঝিটকা শরীফ এর স্মরনে ফরিদপুর শহরতলীর বাখুন্ডা সূফী দরবার শরীফে তিনদিন ব্যাপী ৩৫ তম বাৎসরিক ওরস মোবারক ১২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
ওরশের প্রথম দিন দরবার শরীফ প্রাঙ্গণে দিন ব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত , মাগরীবের নামাজান্তে মিলাদ মাহফিল ও এশার নামাজান্তে ওয়াজ নছিহত, তবারক বিতরন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন সূফী দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর ছাহেব শাহ সূফী মোঃ আব্দুল মজিদ আল চিশতী নিজামী (সূফী মজিদ) । ওরসের দ্বিতীয় দিন ১৩ মার্চ শুক্রবার রাতে বিচারগান পরিবেশন করবেন ঢাকার আলেয়া বেগম বনাব ঝিনাইদহের নজরুল ইসলাম বয়াতী। ।
ওরসের তৃতীয় ও শেষদিনে মঞ্চেবিচার গান পরিবেশন করবেন মানিকগন্জের ছোট আবুল সরকার বনাম মানিকগন্জেের তাপসী সরকার । অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় থাকবেন গেরদা ইউনিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান আতিক ও সমাজসেক মো: সায়েদুল হক তৌহিদ।