• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
তারাকান্দায় নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকার,বিলুপ্তের পথে দেশি প্রজাতির মাছ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কামারগাঁও ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত গজারিয়া নদী। একদল অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাঁশের আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। বিলুপ্তের পথে দেশি প্রজাতির মাছ। ফলে স্থানীয় এলাকাবাসী উন্মুক্ত ভাবে মাছ শিকার করতে পারছেনা।

অভিযোগ রয়েছে,রাজদারিকেল গ্রামের,আহাদুল ইসলাম,আলাল উদ্দিন,তুরাফ আলী,আশ্রাব আলী,হেলাল উদ্দিন,নাকিজানি গ্রামের সুরুজ আলীসহ এলাকার প্রভাবশালী একদল চক্র।

বর্ষার শুরুতেই তারা মাছ শিকার করার জন্য গজারিয়া নদীতে বাঁশ দিয়ে আড়াআড়ি বাঁধ ও চিকন সুতার জাল ব্যবহার করে কোটি কোটি ডিমওয়ালা দেশিয় প্রজাতির মাছ শিকার করেছে।

নদীর দু’পাশের পাড় থেকে বাঁশের তৈরি বাঁধদিয়ে নদীর পানির গতিরোধ করা হয়েছে। সেখানে সামান্যতম জায়গা ফাঁকা নেই। নদীর স্বাভাবিক গতিকে বাঁধা সৃষ্টি করার কারণে ভরাট হচ্ছে নদীর তলদেশ। নদীতে পলি মাটি পড়ে নব্যতা হারাচ্ছে। সেই সাথে মাছ শিকারিরা বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে।

এই ব্যাপারে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন,বিষয়টি আপনার মাধ্যমে অবগত হয়েছি,সরেজমিন ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।