• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
অবশেষে মাঠে গড়াচ্ছে মুজিব বর্ষ ক্রিকেট লিগ

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

অবশেষে মাঠে গড়াচ্ছে মুজিব বর্ষ ক্রিকেট লিগ। যদিও তা হবে ২০১৯-২০২০ এর ক্যালেন্ডার অনুযায়ী।
এতে ওই বছরের ক্যালেন্ডার অনুযায়ী ক্রিকেট লিগের খেলা গুলো অনুষ্ঠিত হবে।
রবিবার রাতে জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ক্রিকেট কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টারের সভাপতিত্বে এ সভায় ক্রিকেট কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় এ মাসের ২৮ তারিখে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হবে। এছাড়া আগামী মাসের ৩ তারিখে প্রথম বিভাগ ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে।
প্রথম বিভাগ ক্রিকেট লীগ এর ১০ টি দল অংশগ্রহণ করবে। দলগুলি হচ্ছে, ক গ্রুপে নগরকান্দা ক্রিকেট ক্লাব, টিকে স্পোর্টস, সন্টু স্মৃতি সংঘ, লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থা, নতুন প্রজন্ম ক্রিকেট ক্লাব।
অন্যদিকে খ গ্রুপের গুলি হল তারার সংঘ জুনিয়র, মধুখালী ক্রিকেট ক্লাব, ইয়াং টাইগার্স ক্রিকেট ক্লাব, লিভারপুল ও ইডেন ক্লাব।
প্রতিযোগিতায় শুধুমাত্র প্রথম বিভাগ ক্রিকেট লীগ এর উদ্বোধনী খেলার কথা ঘোষণা করা হয়েছে এটা মোকাবেলা করবে নগরকান্দা ক্রিকেট ক্লাব বনাম টি কে স্পোর্টস । প্রত্যেকটি ম্যাচ ৪০ ওভারে অনুষ্ঠিত হবে।

এছাড়া দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ এর তারিখে মাসের ২৮ তারিখে ঘোষণা হলেও পরবর্তীতে দ্বিতীয় বিভাগের দলগুলোকে নিয়ে একটা মিটিং এর মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর খেলা ও ফিকচার জানিয়ে দেয়া হবে।
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ এর সবকটি খেলা হবে শহরে রাজেন্দ্র কলেজ মাঠে।
এর পরপরই কোয়ালিফাইং ক্রিকেট লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।