শেখ রাসেল স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোমরপুর ক্রিকেট একাডেমির জয়লাভ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
250 বার দেখা হয়েছে
০
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে শেখ রাসেল স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের আজ ১৪ নভেম্বর শনিবার সকালের খেলায় জয় পেয়েছে কোমরপুর ক্রিকেট একাডেমি। আজ সকালে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে তারা শেখ রাসেল (এ) দলকে পরাজিত করে।
নির্ধারিত ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে কোমরপুর ক্রিকেট একাডেমি ৭ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে হৃদয় ৫০ ও আসিফ ৪৩ রান করে। শেখ রাসেল এ দলের পক্ষে তৌহিদ ৩ ও শাকিল ২ উইকেট লাভ করে।
জবাবে শেখ রাসেল এ দল ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাকিল ৭৭ রান করে। কোমরপুর একাডেমীর পক্ষে তাইমুর ২ উইকেট লাভ করে।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আসিফ।