চিরিরবন্দরে বৈদ্যুতিক স্পর্শে এক বৃদ্ধের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নে বৈদ্যুতিক স্পর্শ হয়ে ৬০ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। মৃত আলী (৬০) ওই এলাকার ফুলুসাপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায় যে, মৃত আলী নিজ বাড়িতে টেলিভিশন দেখতে বৈদ্যুতিক লাইন দিতে যায়৷ এমন সময় বৈদ্যুতিক তারের সাথে সংস্পর্শ হলে তিনি সেখানেই আটকে থাকেন। পরবর্তীতে তার বাড়ির লোকজন জানতে পারলে বৈদ্যুতিক লাইন বন্ধ করে তাকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে রাস্তাতেই তিনি মারা যায়।