• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
বাজারে এল করোনার ওষুধ, প্রাপ্তি তালিকায় প্রথমে পাকিস্তান

টিকাকরণেও বাগ মানছে না সংক্রমণ… রূপ বদলে আরও ভয়ঙ্কর করোনা…. এমতাবস্থায় বাজারে এল করোনার নয়া ওষুধ… এই ওষুধের কার্যকারিতা নিয়ে আশাবাদী প্রস্তুতকারক সংস্থা।

করোনা রুখতে নয়া আশার আলো। বাজারে এল কোভিড ১৯ এর অ্যান্টিবডি ড্রাগ Regkirona। ভ্যাকসিন নয় এবার ওষুধেই নির্মূল হবে করোনা দাবি দক্ষিণ কোরিয়ার বায়োফার্মাসিওটিক্যাল কোম্পানি সেলট্রিয়ন-এর। বিশ্বের মধ্যে প্রথমেই করোনার ওষুধ হাতে পাচ্ছে পাকিস্তান। জানা গিয়েছে, প্রথম লপ্তে আমদানি করা এই ওষুধ করোনা আক্রান্ত পাকিস্তানি সেনার চিকিৎসায় কাজে লাগানো হবে। শুধু তাই নয়, পাকিস্তানি নাগরিকদের ট্রিটমেন্টেও ব্যবহার হবে Regkiron

গোটা বিশ্ব জুড়ে ত্রাস এখন কোভিড ১৯। করোনার ঢেউয়ে বিপর্যস্ত বিশ্বের সব দেশ। সংক্রমণ রুখতে গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে চলছে টিকাকরণ প্রক্রিয়া। কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। টিকাকরণের আগেই রূপ বদলে নয়াভাবে আঘাত আনছে সংক্রমণ। সেই কারণেই এবার সংক্রমণ সারাতে ওষুধ নিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা। এই লক্ষ্যে সফল দক্ষিণ কোরিয়ার বায়োফার্মাসিওটিক্যাল কোম্পানি সেলট্রিয়ন। করোনা ভাইরাসের উপর কার্যকরী regdanvimab দিয়ে তৈরি সেলট্রিয়ন-এর করোনা ওষুধ Regkirona

বুধবার থেকেই দক্ষিণ কোরিয়ার বায়োফার্মাসিওটিক্যাল কোম্পানি সেলট্রিয়ন-এর তৈরি এই ওষুধের বিক্রি শুরু হল। গোটা বিশ্বেই আজকের পর এই ওষুধ মিলবে বলে দাবি সংস্থার । সোমবার সংস্থার তরফে জানানো হয় যে Regkirona-এর প্রথম ১,০০,০০০ ভায়াল রফতানির জন্য পাকিস্তানের এক কোম্পানির সঙ্গে চুক্তি সাক্ষর করেছে সেলট্রিয়ন। প্রথম লপ্তে পাঠানো এই ১ লাখ ওষুধে ৩০ হাজার করোনা রোগীর চিকিৎসা সম্ভব বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, ২১৬.৬ মিলিয়ন পাক নাগরিকের মধ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৮,৫০,০০০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা আপাতত কমতির দিকে। পাকিস্তানে গড়ে এখন নতুন করে সংক্রামিত হচ্ছেন ৪০০০ মানুষ। সেলট্রিয়ন হেলথকেয়ারের আশা Regkirona-এর প্রয়োগ শুরু হলে শীঘ্রই পাকিস্তানের করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।