সালথা’র ভাওয়াল ইউপির প্যানেল চেয়ারম্যান হলেন আবু মোল্যা
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন ইউনিয়ের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু মোল্যা। শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকউজ্জামান ফকির মিয়া ও ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে এই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করে ভাওয়াল ইউপি সচিব ফয়সাল মোল্যা বলেন, ইউনিয়ন পরিষদের মাষিক মিটিংয়ে সকল ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে মো: আবু মোল্যাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান আবু মোল্যা বলেন, আমি চেষ্টা করবো আমার উপড় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে ও জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দিতে।
১৬ সেপ্টেম্বর ২০২৩