ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব ১৫ ফুটবলার বাছাই সম্পন্ন
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব ১৫ ফুটবলার বাছাই সম্পন্ন।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ এর আওতায় অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়ার বাছাই সোমবার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
একই দিন হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন ঘোষণা হয়। ফুটবল বাছাইয়ে মোট ৯ টি উপজেলার ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মাসব্যাপী হকি ক্যাম্পে হকি প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন প্রশিক্ষক শেখ নুরুল ইসলাম ও সাবেক জাতীয় খেলোয়াড় মূসা মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা।