সাংবাদিক আবু নাসেরের পিতা ডা.আব্দুর রশিদ এর ৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিতঃ 4 বছর আগে
327 বার দেখা হয়েছে
০
সাংবাদিক আবু নাসেরের পিতা ডা.আব্দুর রশিদ এর ৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজানের প্রবীন মুরিদ, আটরশি দরবার শরীফের গজল লেখক, ডা. আব্দুর রশিদ ২০১৩ ইং সালের ১৭ই জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম ডা. আব্দুর রশিদ হোমিও চিকিৎসায় ডিএইচএমএস পাশ করে দীর্ঘ ৪৮ বছর ফরিদপুরের সালথা ও রসুলপুর বাজারে মানব সেবায় নিয়োজিত ছিলেন। তিনি জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৯৪৭ ইং সালে তার পিতার কাছ থেকে ৭২ শতাংশ জমি দান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি আটরশি দরবার শরীফের জন্য প্রায় ৫শতাধিক গজল রচনা করেছেন। তিনি এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সব সময় মানুষকে ভালবাসতেন। শিক্ষার গ্রহণের জন্য সবাইকে উৎসাহ দিতেন।
সাংবাদিক আবু নাসের তাঁর বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।