মাধবপুরে ট্রাক -অটোরিকসা সংর্ঘষে নিহত ১
মাধবপুরে ট্রাক ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে আলাল মিয়া (৩০)নামে এক যাত্রী নিহত হয়েছে।ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা শাহপুর নতুন বাজার এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আলাল মিয়া উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের রইছ আলীর ছেলে। শায়েস্তাগন্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক মনির হোসেন জানান সিলেট গামী একটি ট্রাক মহাসড়ের উল্লেখিত এলাকায় গিয়ে একিট সিএন জি অটোরিকসাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে অটোরিকসার যাএী আলাল ছিটকে মহাসড়কে পরলে ট্রাক টি তার উপর উঠে যায়। এতে ঘটনাস্হলে মারা যান। খবর পেয়ে শায়েস্তাগন্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতেলে প্রেরন করেছে। শায়েস্তাগন্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ট্রাকটি আটক করা হয়েছে।