মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
আগামীকাল বৃহস্পতিবার থেকে মুখরিত হয়ে উঠবে শেখ জামাল স্টেডিয়াম।
একই সাথে প্রায় দেড় মাস ধরে একের পর এক টুর্নামেন্টের কারণে মুখরিত হয়ে থাকবে ফরিদপুরের এ ক্রীড়াঙ্গন।
আগামীকাল সকালে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা শুরু হবে। ইতোমধ্যে এ প্রতিযোগিতার ফিক্সচার ও প্রকাশিত হয়ে গেছে। এই খেলা শেষ হবে ২১ তারিখ।
২২ তারিখে আরম্ভ হবে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ।
এছাড়া ২৪ তারিখে ফরিদপুরের পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবে। ২৫ তারিখ থেকে আবারো প্রথম বিভাগ ফুটবলের খেলাগুলি অনুষ্ঠিত হবে। এবং তা চলবে একটানা ১৫ তারিখ পর্যন্ত।মাঝখানে মহান বিজয় দিবস উপলক্ষে দুইদিন মাঠে কোন খেলা হবে না । এরপরে অনুষ্ঠিত হবে প্রথম বিভাগ ফুটবল লিগের বাকি খেলা গুলো।
এরপর ক্রিকেট মৌসুমের কারণে মুজিব বর্ষ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবার কথা আছে। এছাড়া বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো এই মাঠে অনুষ্ঠিত হবে।
সবকিছু মিলে আগামীকাল বৃহস্পতিবার থেকেই ফরিদপুরে ক্রীড়াঙ্গন একের পর এক খেলায় মুখরিত থাকবে । এবং দর্শকদের ভিড় লক্ষ্য করা যাবে।