• ঢাকা
  • বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং
সরকারি ইয়াছিন কলেজের ৬ তলা নতুন ভবনের ভীত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন এ.কে. আজাদ এম.পি।

ফরিদপুর অফিস
ফরিদপুর শহরের সরকারি ইয়াছিন কলেজের ৬ তলা নতুন একাডেমিক ভবনের ভীত্তিপ্রস্তরের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ। শনিবার কলেজটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। সকালে অফিস ভবনের সামনে তিনি প্রথমে ফিতা কেটে উদ্বোধন করে আরো অতিথিসহ দোয়া মোনজাত করেন। পরে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগদান করেন।
শিক্ষা অফিস সুত্রে যানা যায়, ‘সরকারি কলেজ সমুহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক’ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশর অধিদপ্তর উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে। এতে ব্যায় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে পেয়েছেন প্রতিষ্ঠান “সৈকত এন্টারপ্রাইজ”।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন, হাম-মী গ্রুপের পরিচালক বেলাল হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সদস্য আবুল বাতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাড. বদিউজ্জামান বাবুল, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীসহ অতিথিরা কলেজের শিক্ষা-শিক্ষাথী ও আমন্ত্রিত অতিথিরা।
#হাসানউজ্জামান ও রাশেদুল হাসান কাজল, ফরিদপুর।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।