আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় যুদ্ধকালীন নৌ-কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবীরসহ তার পবিরাবের ওপর সন্ত্রাসী মামলা হয়েছে।
গতকাল শুক্রবার ( ১৬.০৯.২২) উপজেলার টগরবন্ধ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায় , জমিজমা সংক্রান্ত ও পূর্বের শত্রুতার জেরে ওই মুক্তিযোদ্ধার বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের সারেজান মোল্যার নেতৃত্বে ১০/১২ জন একটি সন্ত্রাসী চক্র যুদ্ধকালীন নৌ-কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবির,তার স্ত্রী ,মেয়ে ও নাতী ইনতাজকে দেশীয় অস্ত্র ছ্যান,রামদা ,লোহার রড ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।পরে আশে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে। মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীরের অবস্থা অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার মেয়ে ত্রিনা খানম বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তদের বাড়িতে না পাওয়ার যোগাযোগ করা সম্ভব হয়নি।
শনিবার দুপুরে ঘটনাস্থলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের মহাসচিব অনিল বরণ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম,বাংলাদেশ মানবাধিকার কমিশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক কবীর হোসেন, মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ নাজমুল হক শিশির প্রমৃখসহ পুলিশ ও সুধীজনেরা উপস্থিত হয়েছেন।
সাংবাদিক খোরশেদ আলম,মামলার তদন্ত কর্মকর্তা ইউনুচ বিশ্বাস জানান, মামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হবে।
ওসি ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগ ভিক্তিতে মামলা রেকর্ড করা হয়েছে।আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত থাকবে।