• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
মধুখালীতে শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা : গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যার ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে ফরিদপুর র‌্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার মধুখালী উপজেলার দীঘলিয়া এলাকার মো. শরিফুল শেখ (২০) ও মোসা. তথি বেগম (৬২)।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দুলাভাই নিজামউদ্দিন হত্যা মামলার যথাক্রমে ৫ নং ও ৬ নং পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের কমান্ডার।

উল্লেখ্য, গত ২১ মার্চ শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাই নিজামউদ্দিনকে এলোপাথাড়ি কুপিয়ে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনার একদিন পর মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০

তাং: ১৭-০৪-২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।