• ঢাকা
  • বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং
সালথার মাঝারদিয়া বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকানঘর ক্ষতিগ্রস্থ

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকানঘর পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত ২ টার দিকে মাঝারদিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনিছুর রহমান বালী  অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এসময় ইউএনও বলেন, মাঝারদিয়া বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও বাজারের নৈশপ্রহরীদের তথ্যমতে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে ৮ ব্যবসায়ীর আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

১৮ এপ্রিল ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।