ফরিদপুরে শোভারামপুর রঘুনন্দনপুর এর যৌথ উদ্যোগে দোল উৎসব অনুষ্ঠিত
মানিক কুমার দাস,ফরিদপুর
ফরিদপুর শহরের শোভারামপুর রঘুনন্দনপুর এর যৌথ উদ্যোগে দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বিকেল তিনটায় শহরের শোভারামপুর এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ ব্যক্তিবর্গ নাচ গানের মধ্য দিয়ে উৎসব কে বরণ করে।
এছাড়া এখানে সংক্ষিপ্ত পূজা অনুষ্ঠিত হয় । উল্লেখ করা যেতে পারে শোভারামপুর রঘুনন্দনপুর এর যৌথ উদ্যোগে প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বহিরাগত ভক্তবৃন্দ অংশগুলো করে। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।