• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর প্রেসক্লাবে ৫ লক্ষ টাকার অনুদান দিলেন আবুল খায়ের মিয়া

ফরিদপুর প্রেসক্লাবে পাঁচ লাখ টাকার অনুদান প্রদান করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের মিয়া।

তিনি গতকাল শুক্রবার রাতে নবনির্মিত ভবন পরিদর্শন উপলক্ষে এক আলোচনা সভায় প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের চেক বিতরণ করেন।
প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ড.যশোদা জীবন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) দীপক রায়, অতিরিক্ত পুলিশ সুপার( সদর) সার্কেল রাশেদুল ইসলাম,

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্যন অধ্যাপক মিজানুর রহমান মানিক, যুগান্তর ফরিদপুর প্রতি নিধি জাহিদ রিপন, দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতি নিধি পান্না বালা, সিনিয়র সাংবাদিক মাহফুজুল আলম মিলন, সমাজসেবক আওলাদ হোসেন বাবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ড. যশোদা জীবন দেবনাথ বলেন- সাংবাদিকরা সমাজের দর্পণ,তারা সমাজের সমস্ত অসঙ্গতি তুলে ধরেন এবং তাদের লেখনীর মাধ্যমে আমরা জানতে পারি।
তিনি প্রেসক্লাবের বিভিন্ন সমস্যার সমাধানে তার আন্তরিকতা অব্যাহত থাকবে বলে জানান।
তিনি বলেন সাংবাদিকরা স্বাধীনভাবে এখন তাদের কাজ করতে পারছেন। প্রেসক্লাবে একটা ভালো পরিবেশ থাকলে অনেক কিছু ভালো হওয়া সম্ভব।
তিনি প্রেসক্লাবের উন্নয়নে আরো অনেক কিছু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পৌরসভা নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস ফরিদপুর পৌরসভা কে সেবাবান্ধব পৌর সভায় পরিণত হবে বলে জানান। তিনি সকল শ্রেণী-পেশার লোকের মতামতের ভিত্তিতে ফরিদপুর পৌরসভা পরিচালনা হবে বলে জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।