• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
স্পেনের শিশুদের জন্য সুখবর

মহামারি করোনাভাইরাসে লকডাউন চলছে স্পেনে। দেশটিতে আক্রান্ত ও মৃতের হার কমে আসছে। তাই বলে এখনই লকডাউন তুলবে না দেশটি। আরো ১৫ দিন বাড়ানো হয়েছে।

তবে শিশুদের জন্য শিথিল হচ্ছে ঘরে বন্দি থাকার বিষয়টি। আগামী ২৭ এপ্রিল থেকে শিশুরা বাইরে বের হতে পারবে। এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর ফলে এক মাস পর ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পেতে যাচ্ছে আটলান্টিক পাড়ের দেশটির শিশুরা।

সানচেজ বলেছেন, ‘প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্য শিশুরা ঘরের বাইরে বের হতে পারবে। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আরো বিস্তারিত আলোচনা করে আমরা নির্ধারণ করবো।’

অবশ্য শিশুদের ঘরের বাইরে বের হওয়ার দাবিটি প্রথম তুলেছিলো আঞ্চলিক সরকার, পিতা-মাতা ও কিছু শিক্ষক। তাদের মতে শিশুরা ঘরে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে উঠেছে। তারা মারমুখী আচরণ করছে। তাদের মুক্ত হতে দেওয়া উচিত। সে লক্ষ্যে তারা ‘ফ্রি আওয়ার চিলড্রেন’ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আন্দোলনও গড়ে তোলে। সে বিষয়টিতে কর্ণপাত করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।

ইউরোপের মধ্যে সবচেয়ে কড়াকড়ি লকডাউন আরোপ করেছে স্পেন। ১৩ এপ্রিল থেকে লকডাউন কিছুটা শিথিল করার পর আবার বাড়তে শুরু করে সংক্রমণ। তাই বাধ্য হয়ে ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন।

করোনাভাইরাসে স্পেনে এ পর্যন্ত মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ জন। সেরে উঠেছে ৭৭ হাজার ৩৫৭ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।