আজ ২০ অক্টোবর মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোড়কদি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । এ নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রগুলোতে সকাল হতেই ভোটারদের দীর্ঘ লাইনে উপচে পড়া ভিড় দেখা গেছে।
ফরিদপুরের মধুখালির গাজনা ও কোড়কদি ইউপি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে উভয় দলের বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজন করে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে গাজনায় ৩৩ জন এবং কোড়কদিতে ২৭ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও ১৩ জন প্রার্থী রয়েছেন।
বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। ভোটকেন্দ্রের বাইরে নারী ও পুরুষদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম জানান, গাজনা ও কোড়কদি ইউপির সাধারণ নির্বাচন ছাড়াও ফরিদপুর জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড, নগরকান্দার কাইচাইল ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ও মধুখালীর রায়পুর ইউপির সংরক্ষিত মহিলা আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার মধুখালী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।