• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
এটিএম সৈয়দুল আলম তপন স্মৃতি টি টেন ক্রিকেট টুর্নামেন্টে সমীর স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন।

রানার আপ লিটিল স্টার ক্লাব

মানিক কুমার দাস,ফরিদপুর

ফরিদপুরে মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত এটিএম সৈয়দুল আলম টি টেন ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে সমীর স্মৃতি সংঘ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে লিটল স্টার ক্লাব
শুক্রবার বিকেলে উত্তেজনাপূর্ণ ফাইনালে মাত্র এক বল আগে জয় লাভ করে সমীর স্মৃতি সংঘ।
নির্ধারিত ১০ ওভারে খেলায় প্রথমে ব্যাট করতে নেমে লিটল স্টার ক্লাব ১১১ রান সংগ্রহ করে।
দলের পক্ষে অপু ২৫ মাহফুজ ২৬ ইকবাল ৩০ রান করে।
জবাবে সমীর স্মৃতি ৪ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতে ৪ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্রহ করে।
দলের পক্ষে কমল ৪৩ রানা ১২ সোহাগ ২০ রান করে।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রমিক জননেতা গোলাম মোহাম্মদ নাছির।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র অমিতাভ বোস, এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি টুর্নামেন্ট এর ফাইনালে ওঠার জন্য অংশগ্রহণ কারী দুই দলকে অভিনন্দন জানান ‌ তিনি আগামী দিনে এ ধরনের আরো টুর্নামেন্ট হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহ্মেদ রবিন।
টুর্নামেন্টের সৌজন্যে ছিলেন এফ কে মটরস, আয়োজনে ছিলেন সেন্ট্রাল ক্লাব ফরিদপুর, এবং পরিচালনায় ছিলেন নাজমুল, রতন, নাসির, মিন্টু ও মিলন।
প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রানা, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন রাজিব এবং সর্বোচ্চ উইকেট শিকারী নির্বাচিত হন ইমরুল।
উল্লেখ করা যেতে পারে মোট ১২ টি দল নিয়ে লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই টুর্নামেন্টে উপভোগ করে।
এছাড়া টুর্নামেন্টের ধারাভাষ্য দেবার জন্য মানিক কুমার দাস কে এবং সঞ্জয় রায় কেউ বিশেষ পুরস্কার দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।