কে এম রুবেল, ফরিদপুর।
ফরিদপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নিরাপদ প্রাণিজাত কর্ণারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়
কেন্দ্রর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ মো: আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: হযরত আলী, জেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুল
ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা বাজার কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন, ভোক্তা অধিকারের মো: সোহেল শেখ, বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশ ফরিদপুর শাখার সভাপতি মীর কাশেম আলী, সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, এম এম বি জামান সেন্টু, মো: চুন্নু মিয়া প্রমুখ।
জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ মো: আহসান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তাদের কথা চিন্তা করে বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কেন্দ্রর উদ্বোধন করা হয়েছে। শহরের চারটি স্থান থেকে সুলভ মূল্যে ১কেজি গরুর মাংস
৫৭৫টাকা, ১কেজি খাসির মাংস ৮০০টাকা, ডিম ১২টা ৮০টাকা এবং ১লিটার দুধ ৬০টাকায় ভোক্তারা ক্রয় করতে পারবেন।