আপনারা বিচলিত হবেন না, আমি ভালো আছি – মাশরাফি মোর্তজা
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম মাশরাফি বিন মোর্তজা। তাঁর অসুস্থতার খবরে সবাই একটু বিচলিত, তাই তাকে নিয়ে ভক্তকুলের আবেগ একটু বেশিই কাজ করে। তাই ভক্তকুলের কাছে নিজের অসুস্থতার খবর নিজের ফেইসবুকে বর্ণনা করেছেন তা হুবহু নিচে তুলে দেওয়া হলো :
আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।
সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।
আল্লাহ সবার সহায় হোন।