• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
শর্ট সার্কিটের আগুনে বসতঘর ভস্মীভূত 

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির দীঘিনালায় বিদুৎ শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়েছে লেদু চাকমার বসতঘর।

বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর)  সকালে উপজেলার মেরুং ইউনিয়নের ডাঙ্গাবাজার এলাকার বাসিন্দা লেদু চাকমা(৩৫)’র বসতঘরে বিদুৎ সার্কিট থেকে আগুন ছড়িয়ে পরে। এসময় ভস্মীভূত হয় পুরো বসতঘর।

লেদু চাকমার স্ত্রী রনিতা চাকমা(৩০) বলেন , আমার স্বামী ভাড়াটিয়া মোটরসাইকেল চালক, সকালে গিয়েছে ভাড়ায় মোটরসাইকেল চালতে। আমি ডাঙ্গাবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে আসি। পরে শুনতে পাই আমাদের বসতঘর আগুনে পুড়ছে। ঘরে থাকা ৫০ হাজার টাকা ও আসবাবপত্রসহ কোনকিছুই বের করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হটাৎ লেদু চাকমার বাসায় আগুন দেখতে পাই, পরে স্থানীয় সকলে এগিয়ে আসলেও বিদ্যুৎ থাকার কারনে পানি দিয়ে আগুন নেভানো সম্ভব হয়নি । বিদুৎ অফিসে অনেকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ করে নাই।

দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রর আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, বসতঘরের মিটারে স্বল্পমূল্যের তার দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কারনে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকে। আমি আগুনের বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।