• ঢাকা
  • বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং
৩০টি দরিদ্র পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিলো নূরপুর আশার প্রদীপ যুব সংঘ
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :লকডাউন পালনে গৃহবন্দী মানুষ।করোনা আতংকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিনমুজুর।বরাবরের মতোই অসহায় মানুষের কষ্ট লাঘবে হাতে হাত রাখলো নূরপুর আশার প্রদীপ যুব সংঘ।৩০টি অসহায় পরিবারের ঘরে পৌঁছে দিলো ত্রাণ। ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিলো ৫কেজি চাউল,১ কেজি আলু,আধা কেজি করে ডাল,পেঁয়াজ এবং আধা লিটাল তেল।<br>
দেশের এই দুর্দিনে যদি সবাই সবার সাধ্য মত নিজের জায়গা থেকে এগিয়ে আসা যায় তাহলে দরিদ্রদের কষ্টরা অনেকটা লাঘব হবে।এই বিশ্বাস থেকেই আশার প্রদীপ যুব সংঘের এই মহান উদ্যেগ।নিজের পকেট থেকেই সংগঠনের সব সদস্য এবং উপদেষ্টারা অর্থের যোগার করে।ত্রাণ সফলভাবে আয়োজন করার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিলো উপদেষ্টা আনোয়ার হোসেন,সাইদুল ইসলাম শাহীন,রফিক মিয়া,মানিক মিয়া এবং হেলিম মিয়া।প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর কঠিন কাজটা সফল হয়েছে সংগঠনের সভাপতি মনির হোসেন,সহ সভাপতি বাবলু আল হাসান রবিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদন জাকির সাব্বির, প্রাত্তন প্রচার সম্পাদক নাঈম আহমদ জিসান, প্রাত্তন কোষাধ্যক্ষ নজির হোসেন সহ সংগঠনে সব সদস্যের জন্য।৩০জন অসহায় পরিবারের এই লিষ্টে ছিলো নূরপুর,মল্লিকপুর এবং ইউসুফ পুর গ্রামের দিনমুজুর পরিবার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।