মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -২৫/৫/২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের সাথে প্রশাসনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন। সভায় উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত থেকে তাদের নানা সুবিধা ও অসুবিধাগুলো তুলে ধরেন। শিক্ষার মানোন্নয়নে ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সকলের আন্তরিক মনোভাব লক্ষে ধারাবাহিক ভাবে উক্ত সভা চলমান থাকবে বলে জানানো হয়। সদরদী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু জাফর মুন্সী ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, দেওয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু মিয়া, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহাউদ্দিন, সৈয়দ ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র মালো সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন।