করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৪৫ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১৮ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে ৪ হাজার ৯৯৮ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে।
রোববার (২৬ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২২ জন। তবে যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন তাদের কিসাবে ধরা হয়।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৩৪৭৬ টি নমুনা এবং এই নমুনার মধ্যে ৪১৮ জনের মধ্যে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৪৬ হাজার ৫৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র গতকালই (শনিবার) নমুনা সংগ্রহ হয়েছে ৩৬৮০টি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ তিন জন, নারী ২ জন। এর মধ্যে ঢাকার ৪ ও দোহারের একজন। একজনের বয়স ১০ বছরের নিচে। তার কিডনির সমস্যা ছিল। এরপর তার কোভিড-১৯ হয়েছে এবং মৃত্যুবরণ করে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১ জন এবং ৫১-৬০ বছরের মধ্যে তিনজন।
এছাড়া গত ২৪ ঘণ্টা যে ৩ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়েছিল তা গতকালের তুলনায় ৭.৫ শতাংশ বেশি। পরীক্ষা করা নমুনাও গতদিনের তুলনায় ৪ শতাংশ বেশি।
আইসোলেশনের বিষয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টা আইসোলেশনে রাখা হয়েছে ৭৫ জন এবং এ পর্যন্ত ১ হাজার ১৬৪ জন। আইসোলেশন থেকে গত ২৪ ঘণ্টা মুক্ত হয়েছে ৪৪ জন এবং এ পর্যন্ত ৭০৯ জন। আইসোলেশনে যারা ছিলেন তারা সবাই প্রাতিষ্ঠানিক বা হাসপাতালে ছিলেন।