• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
নিজাম আহমেদের স্বরচিত ৪ টি কবিতা

কবি নিজাম আহমেদ

কবি নজরুল এবং
গাঁও গেরামের চা

এই আমাদের অম্বিকাপুর
রেলের ষ্টেশনে
নজরুল এসে নেমে ছিলো
কোন একক্ষণে।

ঝাকড়া চুলে বাবরী দুলে
লম্ফ দিয়ে চলে
কবি জসীমকে দেখেই তার
মনটা গেলো গলে।

কবিতে কবিতে গলাগলি
দেখছে সবাই চেয়ে
জসীম উদদীন মহা খুশি
কবিকে হাতে পেয়ে।

বাড়ির সামনে নদী তীরে
শীতল মাদুর পেতে
শালি ধানের চিড়ে দিলো
জল খাবার খেতে।

কবির ভীষন চায়ের নেশা
আগে চা চায়
সারা গাঁও খুজে কি আর
চা পাওয়া যায়।

এগাঁও ওগাঁও ঘুরে শেষে
পেলো চায়ের পাতা
কে যেন কবে এনে ছিলো
গিয়ে সেই কলিকাতা।

গাঁও গেরামের বউ ঝিরা কি
চা বানাতে পারে?
অবশেষে চা’র দায়িত্ব দিলো
কবির মায়ের ঘাড়ে।

সহজ সরল মাটির মা
নিজের হাতে করে
কি জানি কি চা বানালো
তরকারি পাতিল ভরে।

যত্ন করেই সে চা সেদিন
দিয়েছিলো তুলে
নজরুল এমন চায়ের মজা
কখনও যায়নি ভুলে।

ফাঁদ

মানুষ ধরা ফাঁদ আছে
যেমন গাঁয়ের হাটে
পথিক ধরা ফাঁদ আছে
নদীর খেয়া ঘাটে।

পাখি ধরা ফাঁদ আছে
বাঁধা গাছের ডালে
মাছ ধরা ফাঁদ আছে
নদীতে ফেলা জালে।

শিয়াল ধরা ফাঁদ আছে
গাঁয়ের বাঙি ক্ষেতে
চোর ধরা ফাঁদ আছে
রাতে চোখ পেতে।

একবার ধরা পড়ে যদি
প্রেম পীরিতের ফাঁদে
সারা জীবন মনের দুখে
একা একা কাঁদে

তাল গাছের ছড়া
———

বউ গেছে জল ভরতে
তালদীঘির ঘাটে
সন্ধার আগে যেতে হবে
তালতলার হাটে।

খাল বিল পাড়ি দিয়ে
তালের ডিঙা বেয়ে
তালের পিঠা খেতে নাকি
আসবে জামাই মেয়ে।

তাল গাছে তাল কুই
বাবুই পাখি দোলে
তালপাতার বাঁশী শুনে
সবার মন ভোলে।

কবিতা

কবি বন্ধু বেড়াতে এসো
একবার আমার গাঁয়
এখানে মাটির কোল জুড়ে
কবিতা পাওয়া যায়।

এখানে কবিতার বসত আছে
খোঁজ জানি তার
কবিতা আছে চর বালুধূম
মরা পদ্মার পাড়।

কবিতা আছে কামার ডাঙ্গী
ধান কাউনের ক্ষেতে
বাগের টিলা কবিতা আছে
উজান চরে যেতে।

কবিতা আছে ঢোলাই চরে
কাইজার বিল কোলে
কেউ দেখেছে কবিতা নাকি
গাছের পাতায় দোলে।

কবিতা আছে পারাপারে
নদীর খেয়া ঘাটে
কবিতা আছে গাঁয়ের হাটে
ফসল ফলা মাঠে।

নদীর ওপার কবিতা আছে
কাঁশফুল বনে
কবিতা আছে গাঁয়ের মেয়ের
রঙ মাখা মনে।

এগাঁও থেকে ওগাঁও খানি
যদি হয় দেখা
নিশ্চয় তোমার নতুন কাব্য
হয়েই যাবে লেখা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।