• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
নগরকান্দায় মশার কয়েলের আগুনে পুড়লো বসতঘর

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় মশার কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ টি বসতঘর ।
ঘটনাটি ২৫ মার্চ শুক্রবার গভীর রাতে নগরকান্দা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বালিয়া গ্রামের লালচান শেখের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী লালচান শেখ।

লালচাঁন শেখ বলেন, আগুনে আমার বসত ঘর সহ মোট ৫ টি ঘর পুড়ে ছাই হয়ে যায় , সেই সাথে আমার গৃহ পালিত, ছাগল, কবুতর , রাজহাঁস সহ মাছধরা নেটের জাল আগুনে পুড়ে গেছে। গোয়ালঘরের মসার কয়েলের আগুন থেকে প্রথমে ছোট দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়লে আমাদের ঘুম ভেঙ্গে যায়, আগুন থেকে রক্ষার শত চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারিনি।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল হাসান জানান, খবর পেয়ে আমাদের টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়, তবে রাস্তা খারাপ থাকার কারনে আমাদের গাড়ি সেখানে ঢুকতে পারেনি, তবে আমাদের টিমের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।