• ঢাকা
  • শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং
দুই উপজেলার দুই ইউনিয়নের সংঘর্ষে নিহত-১, আহত-২০

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাতে যদুনন্দী ও রুপাপাত বাজারের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের মৃত হাতেম ফকিরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী গ্রামের কয়েকজন যুবক বোয়ালমারী উপজেলার রুপাপাত-কালিনগর বাজারে গেলে কদমী ও রুপাপাতের লোকজন মারপিট করে। এরই জেরধরে যদুনন্দী ইউনিয়নবাসীর সাথে রুপাপাত ইউনিয়নবাসীর মধ্যে এপার-ওপার সংঘর্ষের সৃষ্টি হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এতে নান্নু ফকির সহ ২০ জন আহত হয়। গুরুত্বর আহত নান্নু ফকিরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি মোঃ শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় নান্নু ফকির নামে একজন নিহত হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৮ এপ্রিল ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।