• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে

মোস্তাফিজের আগুন ঝরা বোলিং , ৫ রানে ৪ উইকেট শিকার

ফাইল ছবি

‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমানকে ফের পুরোনো রূপে দেখা গেল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে বল হাতে আগুন ঝরালেন বাঁহাতি পেসার। ৩.৫ ওভার বল করে ৫ রান খরচায় নিলেন ৪ উইকেট।

মোস্তাফিজের অনবদ্য বোলিংয়ের সুবাদেই জেমকন খুলনাকে শনিবার ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম।

আসরে যা তাদের টানা দ্বিতীয় জয়।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে খুলনা। মোস্তাফিজের নিয়ন্ত্রিত স্যুইংয়ে দিশেহারা দেখায় মাহমুদউল্লাহ-সাকিব আল হাসানদের।

১৭.৫ ওভারে খুলনা ৮৬ রানে অলআউট হয়ে যায়। পরে লিটন দাসের অপরাজিত ফিফটিতে ১৩.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

মোস্তাফিজ এদিন আরিফুল হক, শামিম হোসেন, রিশাদ হোসেন ও আল-আমিন হোসেনকে শিকার বানান।

তবে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের এটি সেরা বোলিং নয়। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচে ২২ রানের বিনিময়ে ৫ উইকেট নেওয়ার নজির আছে ফিজের।

আসরে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩.২ ওভার বল করে ১৩ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।

২৫ বছর বয়সী পেসার বিসিবি প্রেসিডেন্টস কাপেও দারুণ বোলিং করেন। সবমিলে মাঝে নিজেকে হারিয়ে খোঁজা মোস্তাফিজ যেন আপন ছন্দে নিজেকে ফিরে পাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।