রাজশাহীর পবা ও তানোরেও করোনা সংক্রমণ রোগী সনাক্ত
মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী :
সারা দেশে দিন দিন করোনা সংক্রমণের হার যেমন বৃদ্ধি পাচ্ছে।রাজশাহীতেও তার ব্যাতিক্রম নয়।পবা ও তানোর থানা এলাকায় করোনা রোগী সনাক্ত হয়েছে বলে জানা যায়।পবা ও তানোর করোনা শূন্য ছিল ।এবার করোনা সংক্রমণ রোগী পাওয়া গেল। গতকাল (২৮/০৪/২০২০ ইং) মঙ্গলবার ঢাকা থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। এছাড়াও মোহনপুরে নতুন করে আরো দুইজন রোগীর করোনা শনাক্ত করা হয়। সব মিলিয়ে আজ মঙ্গলবার রাজশাহী জেলায় নতুন করে চারজনের করােনা শনাক্ত করা হয়।
ঢাকার ল্যাবে পরীক্ষায় রাজশাহী জেলার নতুন করে আজ মোট ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে ।
তিনি আরও জানান, রাজশাহী লেভেল তৃপ্ত নমুনা আশায় এখানে সব নাম্বার পরীক্ষার সম্ভব হচ্ছে না। তাই কিছু নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে পরীক্ষা করতে। আর সেখানেই রাজশাহী জেলার চারজনের নতুন করে করোনা শনাক্ত হয়। ফলে এই সংখ্যা দাঁড়ালো মোট ১৩ জনে।
গত ২২ এপ্রিল নতুন আক্রান্ত চারজনসহ আরো কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষার ফলাফর আজ হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।
ঢাকায় শনাক্ত হওয়া করোনা পজিটিভ রোগীর মধ্যে মোহনপুরে ২ জন, তানোরে একজন ও পবায় এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে রাজশাহী নয়টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণ দেখা দেয়নি দুর্গাপুর, চারঘাট ও গোদাগাড়ীতে। এর বাইরে ৬ টি উপজেলাতে করোনা সংক্রমণ দেখা দিল। আজকে পর্যন্ত আক্রান্ত ১৩ জন রোগীর মধ্যে জেলার পুঠিয়াতে পাঁচজন, মোহনপুরে চারজন, বাঘায় একজন, বাগমারা একজন, পবায় একজন এবং তানোরে একজন রয়েছেন।
এর আগে রাজশাহীতে মোট ৯ জন করোনা সংক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এর মধ্যে একজন মারা যায়।
এদিকে আজ রাজশাহীর ল্যাবে নতুন নমুনা এসেছে ৬৩ জনের। যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২৩ জনের নমুনা আছে। এর মধ্যে ১৮ জন চিকিৎসক-চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মী রয়েছেন।