• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

হুমকীর মুখে প্রাথমিক বিদ্যালয়

চরভদ্রাসনে পদ্মার ভাঙনে ৫ হাজার বস্তা জিও ব্যাগ বিলীন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-    

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের ছবুল্ল্যা শিকদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে পদ্মার তীর সংরক্ষণ বাঁধ এলাকার প্রায় ৫ হাজার বস্তা জিও ব্যাগ সহ কয়েক একর ফসলী জমি গত দু’দিনের তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে। মাত্র একমাস আগে উক্ত এলাকা ও প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য পদ্মা পারে ৫ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম সম্পন্ন করেন ফরিদপুর পাউবো। কিন্তু রাক্ষুসী পদ্মা সম্প্রতী ডাম্পিংকৃত জিও ব্যাগ বিলীন করে বিদ্যালয়টির কাছাকাছি চলে আসলেও সংশিস্নষ্টদের মাথা ব্যাথা নেই বলে হতাশা ব্যাক্ত করেছেন এলাকাবাসী।

বুধবার উপজেলার চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার আঃ সালাম ফকির জানায়, “প্রায় একমাস আগে স্কুলটির আশপাশের পদ্মা তীরে জরুরী ভিক্তিতে ৫ হাজার জিও ব্যাগ ডাম্পিংয়ের পর তা তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে। পদ্মা নদী এখন স্কুলটির কাছাকাছি অবস্হান করছে। আমরা অনেক অনুরোধ করার পরও সংশ্লিষ্টরা এলাকায় আসে নাই”।

এ ব্যপারে উপজেলায় দায়িত্বরত ফরিদপুর পাউবো’র প্রকৌশলী আলতাফ হোসেন জানান, ” ভাঙন কবলিত পদ্মা নদী পারের উক্ত পয়েন্টে প্রায় ৭০ মিটার গভীরতা রয়েছে। তাই ৫/৭ হাজার বস্তা জিও ব্যাগে কোনো কাজ হয় নাই। ইতিমধ্যে উক্ত এলাকায় আমরা স্হায়ী বাঁধ নির্মানের স্কীম হাতে নিয়েছি, আশা করি স্কীমটি পাশ হবে। তাই বন্যা পরবর্তি শুকনো মৌসুমে ওই এলাকায় পদ্মা রক্ষা বাঁধের কাজ করা হবে”।

স্হানীয় সূত্র জানায়, ওই বিদ্যালয় ঘিরে বেড়িবাঁধ সড়ক ঘেষে রয়েছে প্রায় দেড়শো পরিবার। বিদ্যালয়ের দক্ষিণে দিকে রয়েছে জেলা শহরে যাতায়াতের প্রধান সড়ক ও উত্তর পূর্বদিকে রয়েছে বিস্তৃর্ণ ফসলী মাঠ। গত কয়েক দিনের ভাঙনে পদ্মা তীর ঘেষে ৫ হাজার বস্তা জিও ব্যাগ, ৫০ মিটার বেড়িবাঁধ সড়ক, বিভিন্ন গৃহস্হ্য পরিবারের প্রায় ৫ একর ধান ফসলী জমি বিলীন করে উপজেলার সবুল্ল্যা শিকদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পদ্মা নদী অবস্হান করছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।